Sunday, April 10, 2016

মানবতার পাঠ

দু এক কণা তপ্ত অশ্রুজল
মানবতার এইটুকু সম্বল
সঙ্গে আছে দেদার ভালোবাসা 

বিন্দু থেকে সিন্ধু গড়ার আশা। 


মরল চাষা সঙ্গে নিয়ে শেষে 

শিখেছে যা জীবনজ্বালে ফেঁসে 
মরবে আবার, এটাই তাদের গতি 
জীবনে যার অনিশ্চিত মতি। 

উষ্ণতার আজ সর্বব্যাপী গ্রাস 

থেমে থেমে গেরিলা সন্ত্রাস 
শুকিয়ে গেল সকল জলাশয় 
মানবতার ভাগ্যে এটাই হয়। 

যুদ্ধে যখন ফল ঘোষণাই বাকি 

শিবির তবে বদলে ফেলি নাকি? 
পরে নাহয় গল্প লেখা যাবে 
 মানবতার, পাঠক যেমন খাবে।  

No comments:

Post a Comment