Monday, March 28, 2016

ভাঙা বেড়া

অনেক আশা, শুরুতে ছিল বটে কিন্তু স্বাভাবিক প্রবণতা 
কয়েক শতাব্দীর সাফল্য এটুকুই, আট সংযোগ প্রকৃতির 
মেঘে পানে একবার চেয়েই বুঝে গিয়েছে সে 
পারবে না! 
শোষিত নিপীড়িত বঞ্চিতদের কাহিনী থেকে যায় না কওয়া হিসাবেই। 
তাদের চোখের জলে ফুটিয়ে খাওয়া দুই এক কণা ক্ষুদ, 
মাটির গভীর থেকে তুলে এনে খাওয়া বুনো ওল, 
ঙ্গের মেশানো কয়েক ফোঁটা লেবুর রস
মিশে যায় আবার সেই মাটির ভীতরেই সার হয়ে, 
বোধকরি তাদের অন্তঃসারশূন্য করে। 
সেই গল্পে আগ্রহ নেই আধুনিক কেতাদুরস্ত কোন বঙ্গজীবীর।
 একরাশ হাহুতাশ বাষ্পের মত উবে যায় তার চিতা থেকেই। 

বাস্তবের মাটি থেকে উঠে আশা চাপা ক্ষোভ, 
বৈচিত্র্য খোঁজার অনভ্যাস হতে পারে 
কিন্তু এখনো নির্বিরোধী সহজ সরল জীবনযাপনই অন্তিম লক্ষ্য। 
সাধারণত্ব আপনার কাছে একঘেয়ে, 
কিন্তু ওই সাধারণত্বের আশায় প্রাণপাত করে এখনো শত সহস্র লালায়িত শ্রমজীবী। 
সাধারণত্বের মরীচিকায় আছন্ন, অসাধারণত্বের খোঁজ তার পরবর্তী লক্ষ্য। 
এই পথ দিয়েই হেঁটে গিয়েছেন কিন্তু আপনি অতীতে, 
পথ একই, তবু অনুসারীর প্রতি বিমূর্ত বিস্ময় আপনার কমে না 
হতাশা ঝাড়তে চান তার ওপরেই। 
ভুল কিছু হয়তো করেন না, স্বপ্নটাকে সমূলে উপড়ে ফেলতে চান কাণ্ডটা পচবে জেনেই 
কিন্তু গর্ভাশয়ের ক্ষমতা নেই শিশুকে গিলে খাওয়ার আর। 
ঝরা পাতা, শামুকের খোল, শালিকের বিষ্ঠা, সব কিছু বাধা সরিয়েছেন আপনি
 অনিন্দ্যসুন্দর চিতা সাজানো, কোন ঘাটের মরার না লোভ হয় তাতে চড়তে। 

No comments:

Post a Comment