Friday, March 11, 2016

হত্যার আহ্বান

আপনি যদি কখনো আমার কল্লা ফেলতে আসেন
আমি নতমস্তক হয়ে যাব, 
পূর্ণিমার রাত দেখে আসবেন 
যেইদিন আকাশের তারা দেখা যাবে। 
মেঘের চিহ্নমাত্র থাকবে না। 
শেষযাত্রায় তারাদের মূর্ছনা প্রত্যক্ষ করতে পারব না এমন দুর্ভাগ্য যেন না হয়।

বাদ এষা আসবেন, 
আপনার মন যখন থাকবে তুরীয় মেজাজে। 
কিন্তু শক্তহাতে ধরবেন চাপাতিখানা।
ফিনকি দিয়ে রক্ত ছুটুক, 
শুদ্ধ হয়ে যাক ধরণীসেই রক্তের স্রোতে উর্বর হোক বিরুদ্ধতার মাটি। 
সেই ক্ষেতে চারা রোপণের কৃতিত্ব আপনাকেও যে দিয়ে যেতে চাই কিছুটা অন্তত।

শান দিয়ে আসবেন অস্ত্রখানা,
মৃত্যু যন্ত্রণা চাই না বেশিক্ষণ। 
জানি কয়েক পলক সহ্য করতেই হবে
কিন্তু আত্মনিয়ন্ত্রণ হারাবেন না, 
মাদকতায় ভেসে যাবেন না অন্তত একদিন।
যদি সেই ভয়াল মুহূর্তে পাল্টা প্রত্যাঘাত করে ফেলি তাহলে যে মরেও শান্তি পাবো না।
শুধু একটাই অনুরধ, শেষ ইচ্ছা হিসাবে তার আগে আপনাকে একটা চুমু খাবো।

No comments:

Post a Comment