Sunday, March 13, 2016

নির্গমন

কলমের উত্তর করে যারা রক্তের স্রোতে
সেই দলে সত্যি বলি আপাতত 'তোমাকেই চাই'
একদা প্রথম সারি, ক্রমশ গিয়েছি শেষ রো'তে
টুক করে সরে পড়ি তা থেকেও, নিঃশব্দে সবাই,

যেমন খেলেছ তুমি, নিঃসাড়ে, দেওয়াল প্রমাণ
আবেগের সুড়সুড়ি, জনগণ স্মৃতিভ্রষ্ট তাই!
তবু যেন তুমি নয়, আফসোস, বড় ম্রিয়মাণ
অবশেষে সোজা ব্যাটে,  মান্যতা পেয়েছে জবাই।

পাক তাতে ক্ষতি নেই, সে পাওয়ার মূল্য অকিঞ্চিৎ
কেবল পক্ষ চেনা, তাও জানা তোমারই দয়ায়
বহুদিন আগে থেকে, তাও যার বিস্মৃত অতীত
তারও আজ তোমা নিয়ে সামান্যই ভাবনা আসে যায়।



    

No comments:

Post a Comment