Thursday, March 24, 2016

দোল

ফিরল আবার নিয়ম করেই বসন্ত আর রঙ-মিলন্তি
নিয়ম বাঁধা, তারই ফাঁকে কয়েক পশলা পাগলপন্তি।
অনভ্যাসের খেলার মাঝে ভিজল কিছু নতুন হৃদয়
দায়সারা হোক সময় স্রোতে, পুরনো যে ব্রাত্য তা নয়।।

পলাশ শাখা নুইয়ে আসে, খুঁজতে কিছু প্রেমের স্পর্শ
অল্প ক'দিন, এইটুকুনি সময় না হয় থাক সহর্ষ ।
ছড়িয়ে পড়ুক সুরের ছটা, দুন্দুভি আর ঢাকের বোলে
লজ্জাটুকু সরিয়ে সকল শ্যামের সাথে রাইও দোলে।

কিন্তু ফিকে নিয়ম মেনেই, এ বিদ্রোহে নাই কো সন্ধি
বসন্ত যে কালের কাছে এই জীবনের তরেই বন্দী।
তাই তো কারাগারেই যা হোক সাজিয়ে নেওয়া রঙ্গমঞ্চ
কর্তৃপক্ষ নারাজ তাতেও? তাহলে আজ  থাক বরঞ্চ।  

No comments:

Post a Comment