Saturday, March 5, 2016

খেলা

খেলা হবে মাঠজুড়ে রেষারেষি শকুনে শকুনে,  
গাণ্ডিব ছিলাটান, সাথে হাত অক্ষয় তুনে;  
যদিও নতুন নয়, দুইদলই প্রতিপক্ষ চেনে,  
লড়াই ও হয়তো বা সংগুপ্ত চিত্রনাট্য মেনে। 

কর্তার ইচ্ছায় কাজ, কখনো বা কর্মবিরতি,  
অনুগত শ্রমিকের জন্য কিছু খুচরো প্রতিশ্রুতি।  
সুদৃঢ় রাশ আজও চালকের কঠিন করায়,  
অন্যথা হলে যদি বিদ্রোহের আঁচ দেখা যায়!  

তবুও আফিমখেকো জনগণ সেই নিরুপায়,  
প্রতিবাদ করবার পায়নি সে আজও অভিপ্রায়।  
বিশৃঙ্খল, সবিরাম জোনাকির ইতিউতি আলো, 
তাই দিয়ে কে বা বার, বিপ্লবের আগুন জ্বালালো? 

No comments:

Post a Comment