Sunday, February 28, 2016

অছিলার খোঁজ

মনে রেখো প্রমূর্ত বেদনা
সমস্ত দিনের শেষে অপাপবিদ্ধ ওই পেলবের ঠোঁটে
কারো স্পর্শ স্থায়ী থাকবে না।
জানি আমি রক্তজবা ফুটিয়েছে তোমার ললাট
জানি আমি কৃষ্ণচূড়া জড়ো করে রাঙা দুই হাত 
তবু ইতি,
যদিও এ বসন্তের অভ্র মেখে নির্বিকল্প সমাধি পাবে না।



অপারগ অসম প্রেয়সী
অপেক্ষায় উপেক্ষায় বুঝি লাগল কলঙ্কের ছটা, চাঁদে
শুষ্ক হল হর্ষোজ্জ্বল হাসি।
জানি তুমি চেয়েছিলে অবিরত জোয়ারের স্রোত
জানি তুমি চেয়েছিলে অমারাতে ঝলসানো রোদ
স্বাভাবিক,
তবু কোন অছিলায় বলবনা কাকে ভালোবাসি।

যদিও বা নিষ্ফল বাসনা,
বাস্তবতা করোটির মোহ আবরণ নিল ছিঁড়ে, তবু
শৃঙ্গারের ত্রুটি রাখবে না
জানি আজ অতিক্রান্ত গোধূলিবেলার আহ্বান
জানি আজ সুসজ্জিত বাগিচা সে হয়েছে শ্মশান
জানি ইতি,
তবু আগামীর তরে নিম্নগামী হতে হলে বৃথা ডরাবে না।

No comments:

Post a Comment