Friday, February 19, 2016

লাল ইশক

ভালোবাসা প্রেম নাকি শুধু শরীরের ডাক
স্বর্গীয় সুখ নাকি ফ্যাতাড়ুর কুম্ভীপাক
দ্বন্দ্বের অবসান হবে না, ধোঁয়াশা ছাই
তবু আজ বিপ্লবে অংশীদার হওয়া চাই!
অচেনা লোহিতকণা, সে আমার প্রসাধন,
বিপ্লব আঁকি তাকে সাথে করে মূলধন,
সে ছবির প্রেরণায় আমি সংগ্রামী বীর!
বন্দুক বুলেট সবই বয়ে চলে এ শরীর।
আঘাত হানব, তাকে যে নামেই ডাকা হোক,
জানি সে শুধুই প্রেম, যাই বলে ভদ্রলোক।
শুদ্ধতার বুলি ছুঁড়ে, যেভাবেই দেগে দিক,
সে ছিল বিপ্লব, নয় তো তারই আনুষঙ্গিক!

No comments:

Post a Comment