Saturday, February 27, 2016

সিদ্ধান্ত

সাধ করে সোনার কলমে ভরেছি সুবর্ণরেখা কালি
মুক্তার অংশমিশ্রিত, তা দিয়ে চলবে না জোড়াতালি
তাই বুঝি থমকে বসে থাকা, যদিও আন্তরিক প্রয়াস
আপ্রাণ প্রচেষ্টা সংহতির, আপনাকে ব্যর্থ আশ্বাস।

তুমি বল এভাবেই হবে, সে মতে নিঃসঙ্গ তুমি নও
তবু সে বাক্যের তোড়ে আমি চেয়েছি ধরণী দ্বিধা হও
উপেক্ষা যে অসম্ভব লাগে, সিঁদুরে মেঘের সঙ্কেত
অভিজ্ঞতা এ কথাই বলে, জানি তবু থাকবে মতভেদ।

অনাদি অনন্তকাল ধরে, এমনই ভাবের আনাগোনা
তবে কোন সমষ্টিবাচক সিদ্ধান্তে আসতে চাইছি না।
সত্য যে প্রতিষ্ঠিত আছে, যদিও নিতান্ত ব্যক্তিগত
যদি তাতে সম্মতি থাকে তাহলে তুমিও সুস্বাগত।


No comments:

Post a Comment