Saturday, February 13, 2016

দুঃস্বপ্ন

কোন স্বপ্ন নয়,  
স্বপ্ন খোঁজে বাঁধাধরা নিয়ন্ত্রিত পথ,  
নতুন চাইতে আর
পুরাতন অভিসার 
কেন ফের সওয়ারি সে গতিহীন রথ 
যার গন্তব্য শুধু ভগ্ন ইমারত। 

তবু নিতান্তই 
মধ্যমেধা চাষে আমি আহরিত জীব।  
ক্ষুদ্র গণ্ডীর মাঝে 
বদ্ধ হতেই সাজে,  
অতিক্রম স্বপ্ন ফের, কাজেই নির্জীব;  
সংকুচিত থাকা তাই আমার নসীব। 

অন্য কিছু চাই 
হদিশ অজানা যার, তাই লোভনীয় 
তারুণ্য, মোহময়? 
অনুভূতি নির্দয়? 
সেসবও অর্থহীন, নয় তো অমিয় 
কাঙ্ক্ষিত বরং হোক প্রেম অপ্রমেয়।  

তাও ছেঁদো লাগে 
কত ভেবে কিছু লিখি, তাও তো বিস্বাদ 
ভাবনা কাগজে যায় 
সাথে বুঝি কী হারায় 
গতানুগতিক ঢঙে নতুনত্ব বাদ 
ফের পারি সেথা, যার ভিত্তি অবসাদ । 

No comments:

Post a Comment