Sunday, February 21, 2016

আহা আজি এ বসন্তে

আজকে আবার অমর একুশে, ভাষা দিবস, আন্তর্জাতিক!
আন্তর্জালিক বাঙ্গালী, তাই উপেক্ষা দুষ্কর।
কোন একদিন হয়তো আমিও সকালে উঠে স্ট্যাটাস দেব গর্বিত বাঙ্গালী বলে,
যেইদিন গর্বটা টিকে থাকবে ওই স্ট্যাটাসের মধ্যেই শুধু;
ততদিন পর্যন্ত ঢেঁকি গিলেই চলা,
সমগ্র ইতিহাস বুঝি নিমেষে চোখের সামনেতে, ক্যাপসুলে বন্দী হল বিশ্ববাসী দেখতে দেখতে।
আধুনিক প্যাকেজিং এ মুড়ে গেল, কতক অধ্যায়
তিলে তিলে গড়ে তোলা, কত প্রাপ্তি অপ্রাপ্তির মিশেল;
অত কিছু জানাবার সময় বা পরিস্থিতি রয়েছে কি আজ?
অস্তিত্ব যে আজও বেঁচে সেইটুকু মহানুভবতা স্বীকার করেই শান্তি।
আমরা যে বিশ্বমানব, এর বেশী চাইতে লজ্জা করে-
বাজার নির্দিষ্ট করে দিয়ে গেছে নিজেদের মত, যে চুক্তিতে বিপ্লবী স্বভাবত সহজে সম্মত।
অনেক ঝরেছে রক্ত, ঝরিয়েছি,
সেই রক্ত মেখে জন্মও নিয়েছি আবার অজস্রবার।
তবু যেন প্রত্যয় ক্রমশ ম্রিয়মাণ,
অবশ্যম্ভাবী পরাজয় বাস্তব বলে খোঁজ করি না কোন মৃতসঞ্জীবনী সুরার,
সহস্র বছর ধরে সঞ্চিত কত সে ভাণ্ডার;
তাই বুঝি ছিটেফোঁটা করুণার বশে এক দিন, তা নিয়েই পরিতৃপ্তি, সহর্ষ, আনন্দে রঙিন।

No comments:

Post a Comment