আস্তানা : কারোলান
দিনমণি অস্তাচলে 
কারোলানে চল যাই 
 
দরোজা খুলেই সেথা 
 
বলতে হয় হ্যালো হাই ।
 
কখনো বা নমস্কার 
 
কখনো দু হাতে তালি 
 
কখনো বা নতশিরে 
 
পধারো জনাবে আলী ।
 
বাঁয়ে ঘুরে পেয়ে যাই 
চিঠিদের সন্ধান
 
নামহীন পত্র পেয়ে 
হই নাকো সন্দিহান 
কতশত ব্যাঙ্ক'এর 
 
অনর্গল প্রলোভন । 
 
লোভ লাগে, বাঁচতে যে 
 
টাকাটারও প্রয়োজন ।
 
ইন্টারনেট সহযোগে 
 
কেবল টিভির ডাক ।
 
তোমাদের ভালবাসা 
 
পেয়ে আমি হতবাক ।
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment