Sunday, May 5, 2013

আন্তর্জালিক পদ্য

যখনই  আমার অভীপ্সা জাগে  internet'এ বসার 
আমার আসল আমিটাই যেন হয়ে ওঠে ফের অসার 
কোন সুদূরের অজানা সত্ত্বা 
গ্রাস করে আজ করেছে হত্যা 
সেই কি কারণ আজকে আমার অন্ধকারের দশার ?

কেন যে শুধুই হারিয়ে গিয়েছে কোন স্বপনের জন্য 
নিজের আবেগ আকাঙ্ক্ষা সব হয়েছে আজ নগন্য 
সময় পেলেই মেইল ফেইসবুক 
মস্তিষ্কের তীব্র অসুখ 
জ্ঞানপাপী তবু মনিটরে ফের বসেই আজিকে ধন্য ।

দুই সত্ত্বার যুদ্ধেতে আমি লোহিত কনিকা সিক্ত 
জ্ঞানের ক্ষুধা বা চিন্তার স্রোত সকলি হারিয়ে রিক্ত 
সমাজ আজকে চায়না আমায় 
আমিও তো তাকে দিইনা সময় 
নিছকই কামনা কৌতুহলের তাও তো হয়না তৃপ্ত ।


No comments:

Post a Comment