কত শত স্মৃতি মাঝে উজ্জ্বল যে দিন 
ধুসর যতই হোক আজও সে রঙিন 
রোমন্থন অনুক্ষণ করি বা না করি 
স্মৃতির সাগরে তবু ভেসে যায় তরী |
অতীত বদলাবো এই আশা নিয়ে মনে 
বর্তমান ভুলে যাই আজও ক্ষণে ক্ষণে 
ভবিষ্যতের কথা তবু কভু ভাবি
অবহেলা যেন শুধু আজকের দাবি 
সমগ্র মনুষ্যজাতি আদপে সমান 
এই বুঝি আমাদের ঐক্যের প্রমান 
জ্ঞানপাপী তবুও তো খেদ নেই মনে 
আজও ভাবি অতীতেরে বদলাবো কেমনে |
No comments:
Post a Comment