Sunday, September 6, 2015

স্বপ্ন ফেরীর দেশে

আলস্যে আজ দিচ্ছি পারি ঘুমের ঘোরে
ভাসছি বিনা ক্লান্তিতে নীল মেঘের উপর
বেড-টি তো সে জুড়িয়ে গেল সাতসকালে
ফিরছি যখন নাম না জানা অচিনপুরে ।
কয়েক যোজন সেই খেয়ালী রাস্তা ধরে
ধুলোর মাঝে ফটফটিয়ে ফেলছি চটি
বৃষ্টি বেবাক করুণ সূরে বলছে বুঝি
ধুলোই নাহয় আজকে দেদার উড়ুক ওরে।
প্রাত্যহিকী পারির শেষে অন্ত্যমিলে
ভাঙবে আবার স্তব্ধতা সেই উগ্র ডাকে
সাবধানী ঢিল সেই তো আবার পড়বে এসে
করবে আবার দোদুল্যমান ঘুমের ঝিলে।
যদিও সে রোজ এমনি ডাকে কাজের দিনে
আজকে নাহয় জিতুক কিছু অন্য ভাবেই,
গড়ুক কিছু নতুন স্মৃতি, দেওয়াল ভেঙ্গে,
ব্যস্ততাহীন ঘুমের সে দেশ প্রদক্ষিণে ।

No comments:

Post a Comment