Tuesday, February 12, 2019

দর্শক

সমর বদলে যায়, 
ব্যুহের আকৃতি যেন সযত্নে গোপন রাখে, 
ভবিষ্যতে অকস্মাৎ হতচকিত করার জন্যই।
হৃদযন্ত্র দুঃসাহসী, 
অবিশ্রান্ত, রণক্লান্ত, তবু সেই যুদ্ধে যাবেই। 

উদ্দীপনা অর্থহীন, 
এমন অর্বাচীন দাবী আমি জানাই না নিশ্চিত। 
বাস্তব ও কল্পনায়, 
যত দূর দেখা যায়, 
আবছায়া, কুয়াশায় ঢাকা সবই, অপরীক্ষিত। 
পক্ষাবলম্বন করি সেই দৃঢ়চিত্ত সত্ত্বা আজ আমার অতীত! 

প্রত্যক্ষ করে চলি, 
ভাবলেশহীন থেকে যতটুকু করে চলা যায়। 
নিরবিচ্ছিন্ন শ্রোত, 
তবু নেই পাপবোধ,
সময়সমরে লড়া অভিজ্ঞতা এটুকুই শিখিয়েছে আমায়। 

No comments:

Post a Comment