Tuesday, February 9, 2021

সে

তার ভাবনার রঙ গোলাপি, তার মনের ভাবটি তুরীয়, 
এক লহমার কোন ফুরসত পেলে সেই চত্বরে ঘুরিয়ো। 
তার খোঁপার মধ্যে সুগন্ধ আছে, চোখের মধ্যে তৃষ্ণা, 
তার ঠোঁটের মধ্যে আকাঙ্খা, তবু বলে সে আর করিস না। 

তার ভাবনার গত পাঁচপাতা তবু মুখে তার কোন কথা নেই, 
তবু সেই মুখ চেয়ে বসে থাকা চলে, কিছু গল্প সে শোনাবেই। 
কোন রঙপেন্সিলের আঁকিবুকি নেই, মাধুর্য তার হাসিতে, 
সেই দীপ্তির মাঝে কারণের খোঁজ লাগে না যে ভালবাসিতে। 

তার দুঃখের স্বাদ নোনতা এবং মনমরা হলে ফ্যাকাশে। 
সে তো মানসপ্রতিমা, হৃদয়ে চারণ, কখনো থাকে না একা সে। 
সে তো শিশুদের মাঝে শৈশবে যায়, কঠিনের মাঝে শক্ত, 
কোন কারণ লাগে কি তার প্রতি হতে সবিশেষ অনুরক্ত? 

তাকে বলতে লাগে না কোন কথা, তাকে শোনাতে হয় না অনুযোগ, 
তার দৃষ্টির মাঝে আছে কোন যাদু, কাটিয়ে দেয় সে দুর্ভোগ। 
তার প্রতি স্বরে আছে আর্দ্রতা, তার প্রতিচ্ছবিটি স্নিগ্ধ, 
তার প্রেমময় কোষে বাস করে আমি প্রতিক্ষণে হই ঋদ্ধ।  

No comments:

Post a Comment