Monday, February 5, 2024

রাম মন্দির



কত সহস্র অপেক্ষার আজ ছুটি, 
কত সহস্র প্রাণ দিয়ে হল সারা 
যাগযজ্ঞের উপাচার, জানি লাগে
তোমার জন্য উজিয়ে এসেছে তারা। 

ধৈর্যের কত পরীক্ষা দিতে হয়, 
ধর্মের সাথে আছে কত সংহতি, 
কলিযুগে যেন ত্রেতা এল আজ ফিরে 
তোমার পায়েতে করতে চেয়ে প্রণতি। 

আবার পুরনো সভ্যতার আজ শুরু, 
আবার গলায় দিগবিজয়ীর মালা, 
আবার এসেছ ঘরে ফিরে রঘুনাথ, 
আবার অকালে দীপ জ্বালানোর পালা। 

No comments:

Post a Comment