Wednesday, October 22, 2025

উত্তরণ

তোমাকে কেবল ভালবাসা গেলে হয়তো চলত বেশ।
আর কোন কিছু ভাবনাবিহীন, অনেক সময় হাতে।
কিন্তু আমরা পেরিয়ে এসেছি কালের করাল স্রোত;
শত সহস্র চাহিদা আসবে থাকতে চাইলে সাথে।

এভাবেই যেন আশা আকাঙ্ক্ষা বদলে গিয়েছে ক্রমে,
মধ‍্যবিত্ত সমাজ দেখেছে বার্ধক্যের ছায়া।
এতদিন ধরে যৌবনে আছি, অভ‍্যস্তের মত,
বদলাতে হবে ভেবেই কেমন অস্থির আবহাওয়া।

রক্ত গরম, তাই তো নরম হতাম না সেই যুগে।
যূপকাষ্ঠতে বেঁধে ফেলতাম অস্বস্তির কায়া।
কিন্তু এখন সংসারী আমি, গুরুদায়িত্ব কাঁধে,
অবাধ্যতায় বেড়ি পরিয়েছি, জড়িয়ে নিয়েছে মায়া।

No comments:

Post a Comment