তোমার সঙ্গে দুজনগিরি, তোমাকে কোলবালিশ
তোমার সঙ্গে ঝগড়াঝাটি, তোমার নামে নালিশ।
তোমার সঙ্গে খুনসুটি রোজ, আদর তোমার গালে
অজান্তে রোজ জড়িয়ে পড়া তোমার মায়ার জালে।
তোমার দিকে তাকিয়ে থাকা, তোমায় নিয়ে ভাবনা
তোমার উপর খবরদারী এমন কোন পাপ না।
তোমায় ঘিরে স্বপ্ন দেখা, তোমার উপর বিশ্বাস
তোমায় ঠোঁটের আর্দ্রতা আর তোমার গভীর নিশ্বাস।
তোমার চোখে দুনিয়াদারি, তোমার নিয়ে চিন্তা
তোমার সঙ্গে নাচতে শুরু তাকধিনাধিনধিনতা।
তোমার সঙ্গে জীবনযাত্রা, তোমার সঙ্গে সংসার,
তোমার উপর নির্ভরতা, তোমার ভারেই নির্ভার।
No comments:
Post a Comment