সাধনাস্থল
place where i would post some poems off and on... may be other stuffs as well, according to my mood and abilities
Saturday, October 25, 2025
দুজনে
Wednesday, October 22, 2025
উত্তরণ
তোমাকে কেবল ভালবাসা গেলে হয়তো চলত বেশ।
আর কোন কিছু ভাবনাবিহীন, অনেক সময় হাতে।
কিন্তু আমরা পেরিয়ে এসেছি কালের করাল স্রোত;
শত সহস্র চাহিদা আসবে থাকতে চাইলে সাথে।
এভাবেই যেন আশা আকাঙ্ক্ষা বদলে গিয়েছে ক্রমে,
মধ্যবিত্ত সমাজ দেখেছে বার্ধক্যের ছায়া।
এতদিন ধরে যৌবনে আছি, অভ্যস্তের মত,
বদলাতে হবে ভেবেই কেমন অস্থির আবহাওয়া।
রক্ত গরম, তাই তো নরম হতাম না সেই যুগে।
যূপকাষ্ঠতে বেঁধে ফেলতাম অস্বস্তির কায়া।
কিন্তু এখন সংসারী আমি, গুরুদায়িত্ব কাঁধে,
অবাধ্যতায় বেড়ি পরিয়েছি, জড়িয়ে নিয়েছে মায়া।
Monday, February 5, 2024
রাম মন্দির
কত সহস্র প্রাণ দিয়ে হল সারা
যাগযজ্ঞের উপাচার, জানি লাগে
তোমার জন্য উজিয়ে এসেছে তারা।
ধৈর্যের কত পরীক্ষা দিতে হয়,
ধর্মের সাথে আছে কত সংহতি,
তোমার পায়েতে করতে চেয়ে প্রণতি।
আবার পুরনো সভ্যতার আজ শুরু,
Tuesday, January 3, 2023
সময়কাল
মুরুব্বীরা বলবে অনেক কথা,
ছন্দভাঙা
নিয়ম ভাঙায় এটাই উপরি পাওয়া।
Sunday, January 2, 2022
সহবাস
Thursday, December 30, 2021
অজ্ঞানতা
আমাদের বলা হয়নি ঈশ্বর আছে কিনা নেই।
নিজেদের মত করে ভেবেছি সে আবছা অবয়ব।
সন্দেহ চলে গেছে বলব না বুকে হাত রেখে,
বলব না কল্পনাপ্রসূত, বা ঘোর বাস্তব।
এই যে এই দোলাচল, এই যে সিদ্ধান্তহীনতা,
এই যে এই ধিকি ধিকি জ্বলতে থাকা অনির্বাপ শিখা,
এভাবেই থাক তারা, জীবনে তো আরও কিছু চাই,
প্রেমালাপ, পুরষ্কার, গরিমা, বা তীব্র অহমিকা।
তার মাঝে অন্যকে ঠাঁই দেব, আছে কি সময়?
দুর্দিন এসেছে যে তাঁর কাছে মেলে দেব সব?
এখনো তো বড় রাস্তায় আছি, বাঁধানো মোরামে,
একটু আয়েশ করি, তারপর অন্য অনুভব।
আমরা বাঁচি ইদানীং আধুনিক একবিংশ শতকে,
অতিক্রম করে ফেলে সাত মহাসমুদ্রের বাধা;
তবু যেন মনে হয় হারিয়েছি বহু অনুভূতি,
ভালোবাসা, ঈশ্বর, পৃথিবীর আর যত ধাঁধা।