Saturday, October 25, 2025

দুজনে

তোমার সঙ্গে দুজনগিরি, তোমাকে কোলবালিশ
তোমার সঙ্গে ঝগড়াঝাটি, তোমার নামে নালিশ। 
তোমার সঙ্গে খুনসুটি রোজ, আদর তোমার গালে
অজান্তে রোজ জড়িয়ে পড়া তোমার মায়ার জালে। 

তোমার দিকে তাকিয়ে থাকা, তোমায় নিয়ে ভাবনা
তোমার উপর খবরদারী এমন কোন পাপ না। 
তোমায় ঘিরে স্বপ্ন দেখা, তোমার উপর বিশ্বাস
তোমায় ঠোঁটের আর্দ্রতা আর তোমার গভীর নিশ্বাস। 

তোমার চোখে দুনিয়াদারি, তোমার নিয়ে চিন্তা
তোমার সঙ্গে নাচতে শুরু তাকধিনাধিনধিনতা। 
তোমার সঙ্গে জীবনযাত্রা, তোমার সঙ্গে সংসার, 
তোমার উপর নির্ভরতা, তোমার ভারেই নির্ভার। 

Wednesday, October 22, 2025

উত্তরণ

তোমাকে কেবল ভালবাসা গেলে হয়তো চলত বেশ।
আর কোন কিছু ভাবনাবিহীন, অনেক সময় হাতে।
কিন্তু আমরা পেরিয়ে এসেছি কালের করাল স্রোত;
শত সহস্র চাহিদা আসবে থাকতে চাইলে সাথে।

এভাবেই যেন আশা আকাঙ্ক্ষা বদলে গিয়েছে ক্রমে,
মধ‍্যবিত্ত সমাজ দেখেছে বার্ধক্যের ছায়া।
এতদিন ধরে যৌবনে আছি, অভ‍্যস্তের মত,
বদলাতে হবে ভেবেই কেমন অস্থির আবহাওয়া।

রক্ত গরম, তাই তো নরম হতাম না সেই যুগে।
যূপকাষ্ঠতে বেঁধে ফেলতাম অস্বস্তির কায়া।
কিন্তু এখন সংসারী আমি, গুরুদায়িত্ব কাঁধে,
অবাধ্যতায় বেড়ি পরিয়েছি, জড়িয়ে নিয়েছে মায়া।

Monday, February 5, 2024

রাম মন্দির



কত সহস্র অপেক্ষার আজ ছুটি, 
কত সহস্র প্রাণ দিয়ে হল সারা 
যাগযজ্ঞের উপাচার, জানি লাগে
তোমার জন্য উজিয়ে এসেছে তারা। 

ধৈর্যের কত পরীক্ষা দিতে হয়, 
ধর্মের সাথে আছে কত সংহতি, 
কলিযুগে যেন ত্রেতা এল আজ ফিরে 
তোমার পায়েতে করতে চেয়ে প্রণতি। 

আবার পুরনো সভ্যতার আজ শুরু, 
আবার গলায় দিগবিজয়ীর মালা, 
আবার এসেছ ঘরে ফিরে রঘুনাথ, 
আবার অকালে দীপ জ্বালানোর পালা। 

Tuesday, January 3, 2023

সময়কাল

 মুরুব্বীরা বলবে অনেক কথা, 

অভিজ্ঞতার সাক্ষ্য রাখা চাই। 
শুনে নিও, কাজ কী প্রতিবাদে? 
সময় নষ্ট, বদলাবে কী ছাই! 

চলবে সবাই নিজের মর্জিমত, 
এইভাবেই তো সমস্ত যুগ চলে, 
কেউ বা ডাইনে, কেউ চলেছে বাঁয়ে, 
যৌবনের এক অবাধ্যতার দলে। 

তারাও জানে, তবুও কিছু বলা, 
অভ্যাসেরই দোষের জন্য তবে, 
এইভাবেই তো সমাজ চলার রীতি, 
কাউকে তো চালিয়ে যেতে হবে। 

তোমাদেরও একই গতিপথ 
যতোই এগোও বার্ধক্যের দিকে, 
সময় দেখাই অদ্ভুত এই খেলা, 
যার কাছে সব আদর্শ হয় ফিকে। 

ছন্দভাঙা


প্রতিদিন শুধু সাবধান হয়ে চলা, 
প্রতিদিন হাঁটা সেই চেনা রাস্তায়; 
অনুশাসনেতে শরীর হয়তো আছে, 
অনুসূচি মেনে জীবন চালানো যায়? 

প্রাতঃকৃত্য কোকিলের ডাক শুনে
একদিন যদি বলে ওঠে ধুর শালা, 
অনেক শুঁকেছি ভোরের গন্ধ, আজ 
আয়েশের সাথে দিবানিদ্রার পালা! 

সিনানের সাথে ভাব-ভালোবাসা থাক, 
মধ্যাহ্নের নিয়মের সাথে আড়ি। 
কলকব্জারা হরতাল ডেকে দেবে? 
সেসবে আমার বয়েই গিয়েছে ভারি। 

আমিও তাদের সঙ্গে থাকব তীরে, 
মিছিল বেরোবে, সাথে নিয়ে দাবি-দাওয়া। 
এখনো তাদের এজেন্ডা নেই কোন, 

নিয়ম ভাঙায় এটাই উপরি পাওয়া।  

Sunday, January 2, 2022

সহবাস

তোমার সাথে সময় কাটাই, দারুণ লাগে। 
হয়তো কোন কথাই হয় না প্রেম বা প্রীতির, 
তবুও কিছু আমেজ আছে, একাত্মতা,  
শব্দগুলো ভাসিয়ে বেড়ায় ঢের সোহাগে। 

খুচরো কিছু কাজের কথা, হাট বাজারি, 
চায়ের কাপের ধোঁয়া, সাথে স্বপ্ন বোনা, 
সমাজ নিয়ে চিন্তা, এবং ভবিষ্যতও 
গল্পে ঢোকার জন্য করে গাজোয়ারি। 

তোমার সাথে আকাশ দেখি আচম্বিতে, 
তোমার সাথে রান্নাঘরে শিল্পকলা, 
জানলা দিয়ে ভেসেই চলে কণ্ঠধ্বনি, 
মুখোশ খুলি বক্র চোখের অতর্কিতে। 

প্রেমটা নাকি আসলে এক গোলকধাঁধা,  
অদক্ষতার জন্য তাতে টুকলি লাগে, 
তাও জানি না কেমন করে তোমার জন্য,  
ছন্নছাড়া গল্পগুলোও ছন্দে বাঁধা। 







Thursday, December 30, 2021

অজ্ঞানতা

আমাদের বলা হয়নি ঈশ্বর আছে কিনা নেই। 

নিজেদের মত করে ভেবেছি সে আবছা অবয়ব। 

সন্দেহ চলে গেছে বলব না বুকে হাত রেখে, 

বলব না কল্পনাপ্রসূত, বা ঘোর বাস্তব। 


এই যে এই দোলাচল, এই যে সিদ্ধান্তহীনতা, 

এই যে এই ধিকি ধিকি জ্বলতে থাকা অনির্বাপ শিখা, 

এভাবেই থাক তারা, জীবনে তো আরও কিছু চাই, 

প্রেমালাপ, পুরষ্কার, গরিমা, বা তীব্র অহমিকা। 


তার মাঝে অন্যকে ঠাঁই দেব, আছে কি সময়? 

দুর্দিন এসেছে যে তাঁর কাছে মেলে দেব সব? 

এখনো তো বড় রাস্তায় আছি, বাঁধানো মোরামে, 

একটু আয়েশ করি, তারপর অন্য অনুভব। 


আমরা বাঁচি ইদানীং আধুনিক একবিংশ শতকে, 

অতিক্রম করে ফেলে সাত মহাসমুদ্রের বাধা; 

তবু যেন মনে হয় হারিয়েছি বহু অনুভূতি, 

ভালোবাসা, ঈশ্বর, পৃথিবীর আর যত ধাঁধা।