অনেকদিনের কবিতাখান লিখতে বসে ভাবি 
কেমন করে পূরিব আজ তোমার শোনার দাবি 
 
ছন্দের অমিল কাটাতে আজ লাগল বহুদিন 
 
সেই কদিনে তুমিই হলে দিগন্তে বিলীন ।
 
আকাশপানে তাকিয়ে তবু করব জোরে পাঠ 
 
এইটুকু আশ শুনতে তোমার হবেনা বিভ্রাট 
 
এও যেন এক তেপান্তরের মাঠ পেরোনোর সূত্র 
 
তোমার গল্পে যেথায় কভু থামেনি রাজপুত্র ।
 
রুদ্রাক্ষের মালার গন্ধ রয়েছে আজও টিকে 
 
চিরুনিতে তোমার চুলের রঙ হয়নি ফিকে 
 
তবু এসব চিহ্নস্বরূপ, এর চেয়েও যা বড় 
 
এখনো তো মনের ভেতর তুমিই বিরাজ কর । 
 
 
MonTa udaas kore dili re bhai :(
ReplyDeletebaba chole jawar por likhlam eta
Deleteআকাশ জুড়ে শুনিনু, ঐ বাজে, ঐ বাজে
ReplyDeleteতোমারই নাম সকল তারার মাঝে
ঐ বাজে, ঐ বাজে...
জীবনে আমার সঙ্গীত দাও আনি,
ReplyDeleteনীরব রেখো না তোমার বীণার বাণী-
প্রিয়তম হে, জাগো জাগো জাগো...
সকালবেলা চেয়ে দেখি, দাঁড়িয়ে আছ তুমি এ কি
ReplyDeleteঘর-ভরা মোর শূন্যতারই বুকের 'পরে-
জানি নাই তো তুমি এলে আমার ঘরে ।।
আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি।
ReplyDeleteআপন-মনে আমারি পটে আঁকো মানস ছবি।।
এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো,
ReplyDeleteমাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো।।