Monday, January 2, 2017

কয়েক ছত্র অভ্যাস ভাঙতেই

চেষ্টা করলে হয়তো আজও গুটি কয়েক ছত্র দেব লিখে, 
উল্টে পাল্টে হরিচরণ চলন্তিকা নিদেনপক্ষে রবিবাবুর বই; 
কিন্তু তাতে হবেই বা কী, সেই তো যাবো আস্তাকুঁড়ের দিকে, 
তাই পড়ে কি আমার শবে ওড়াবে কেউ আমন ধানের খই? 

বিপ্লব নেই অভিনব, কিছুই তো নেই ছন্দটুকু ছাড়া, 
প্রবুদ্ধ যে হবো তারও খোঁজটুকু নেই আমার আপাতত। 
কয়েক পাতা রুদ্র এবং হয়তো কিছু ভাস্কর, খাপছাড়া, 
তারপরে সব অন্ধকারে, যদিও এখন বাংলা ভাষায় রত।   

ক্ষতিবৃদ্ধি হয় না জানি, হলেও বিশেষ ফারাক হতো নাকি? 
হাল ছাড়িনি, ধরাই আছে নিখুঁত দিশা সর্বনাশের পথে।  
ত্র্যহস্পর্শে জন্ম হওয়ার কপাল যখন, আর কতটা বাকি? 
হয়তো নতুন সভ্যতাতে পৌঁছে গিয়ে জিতবো ভবিষ্যতে।  

No comments:

Post a Comment