Sunday, January 29, 2017

পরে

আমার কবিতা নয়, 
হয়তো শোনাবো পরে, পৌঁছিয়ে ব্যাপ্তিতে;   
অথবা তার অল্পদিন আগে।  
আপাতত শুধু পাঠ,  
তেপান্তরের মাঠ পেরোতে যে বহুদিন লাগে। 

অপেক্ষাও শিক্ষণীয়, 
সে তোমার অনুমেয়, বুঝেছি সহজে,  
যদিও সরলরেখা নয়।  
তবু কোন মায়াবলে,  
ভাবনার ছায়াতলে রুখেছি এটুকু অবক্ষয়। 

জানি আজ জন্মদিন, 
সুদূর প্রবাসী বীণ বাজবে বিতানে,  
যেখানে যা সম্ভবপর।  
তবু থাকো অপেক্ষায়,  
যতদিন থাকা যায়, তারপর মুক্ত অম্বর। 

খোলা আকাশের নিচে,  
ঘটে যাবে কত কী যে, সে ভেবেই উৎফুল্লতা।  
স্বাভাবিক হৃদয়ের পথ;   
সেই ভেবে খুশি থাকা,  
ক্ষতটা প্রলেপে ঢাকা, দৃঢ় থাক এটুকু শপথ। 

No comments:

Post a Comment