Thursday, March 9, 2017

পথে

অসহিষ্ণু পরিবেশ আমাকে অস্থির করে তোলে,
হারিয়ে ফেলেছি কিছু অজান্তেই বহুদিন আগে,
মাঝে মাঝে মনে পড়ে ভেসে থাকা কান্নার রোলে,
মানবতা একদিন ভরা ছিল আদরে সোহাগে।

চলে গেছে, স্বাভাবিকই- এতদিন কেন ছিল ভয়ে;
এতো যুগ ধরে কিছু শেখেনি কি বৈধ নিয়ম?
অস্তিত্বসংকট, তবু বুঝি টিকেছে, বিস্ময়ে
আবিষ্ট হই বুঝি? হয়তো বা বাস্তবিক ভ্রম।

তোমার দর্শন নিয়ে উত্তর মিলবে না সহজে,
উপপাদ্য লাগাবে যে,  আছে কিছু পূর্বধারণা?
প্রতিকূল দৃষ্টান্ত, প্রতিপদে, তাই নিয়ে মজে
যা কিছু নির্ণয় কর সবই হোক ব্যর্থ আরাধনা।

তবু যেন মনে হয় ঠিকই চলি সৃষ্টির সড়কে,
নাহলে তলিয়ে যাব অন্ধকার অতল গহ্বরে,
হতে পারে ভুল ভাবি, তলিয়ে গিয়েছি প্রেতলোকে,
অন্য পথে তুমি নয় পাড়ি দাও আগামীর ভোরে।

হয়তো দেখবো শেষে পৌঁছেছো উজ্জ্বল প্রভাতে,
আমি সেই হাতড়াই ধ্বংসপ্রাপ্ত নিষ্ঠুর অতীত।
হয়তো দেখব তুমি ঠিক ছিলে তোমার বার্তাতে,
অসম্ভব যদিও তা সে বিষয়ে আমি তো নিশ্চিত।

বাকযুদ্ধ অসমাপ্ত থেকে যাক, ফের অবসরে;
বিতর্কের উল্লাসে কথা দিচ্ছি আবার মাতবই,
কিন্তু সময় কই রণতরী এসে গেছে চরে,
তত্ত্বের থেকে নয় ফলিতেই একবার এগোই।

No comments:

Post a Comment