Friday, March 24, 2017

আসি

হয়তো প্রয়োজন আজ নিঃশেষিত সম্পূর্ণ রূপেই, 
ভালো থেকো এটুকুই বলব এই চৌরাস্তায় এসে, 
আগামীর শুভেচ্ছা যে এখন আর আবশ্যিক নেই 
সেটুকু আমিও বুঝি, এত অভিজ্ঞতা পরিশেষে। 

শব্দবন্ধ নয় জানি শাণিত কঠিন ইস্পাত, 
শক্ত মাটিতে তার প্রতিক্রিয়া নিতান্তই ক্ষীণ।
স্বগতোক্তি করছি না, করছি না অভিসম্পাত, 
এখন আমার কাছে তোমরা অস্তিত্ববিহীন।  
 
কুয়াশা ভেব না একে প্রখর গ্রীষ্মের দাবদাহে, 
মায়া তুমি কায়াহীন সারগর্ভ উপলব্ধি এবে।  
অনুভূতি-তর্পন সমাপ্ত খরস্রোত প্রবাহে, 
আর কোন লাভ আছে  পুনরায় তোর কথা ভেবে?  

No comments:

Post a Comment