Wednesday, March 22, 2017

অপচয়

কবিতা দিবস চলে গেল নিষ্ফলা, 
সংহতিটুকু সময়ের সাথে ম্রিয়, 
পদবীটুকু সে যাই হোক, নিচুতলা
জুটবে কেবল গেরুয়া উত্তরীয়। 

কিছু কথা যায় এভাবে অন্ধকারে, 
দিকনির্দেশ হয়ে গেছে বহুদিন, 
সমাজের কথা কে আর ভাঙতে পারে, 
থেকে যেতে হবে অনামি গোত্রহীন। 

গাত্রদাহের কারণ তবুও ছিলে, 
কিছু পদাতিক কেমনে না জানি হয়, 
শুধু ভেবে দেখ সমাজের মেহফিলে 
আসলে তুমি তো নিষ্ঠুর অপচয়। 

সে সমাজ আজ ন্যস্ত অন্য কাজে, 
সহযোদ্ধার হাজার একটি বর্ম, 
আমারই মতন নিজ ফুরসৎ মাঝে
নাটকীয় চালে চালাবে শিল্পকর্ম। 

No comments:

Post a Comment