Sunday, August 6, 2017

অন্তিম শ্বাস

দিন আনি দিন খাই, যদিও অপর্যাপ্ত সংস্থান 
কিছু তো করতে হবে, তাই প্রাত্যহিক অভিযান। 
ক্ষতি কিছু দুনিয়ার আরেকটি যন্ত্রাংশ প্রসবে 
হিসাবের নিরূপণে যাকে দিয়ে লোকসান হবে।

এমনই অজস্র তবে, তাই বুঝি ব্যতিক্রম খোঁজা, 
 তাই বুঝি অগুনতি মানুষের ভিড়ে মাথা গোঁজা
অকিঞ্চিৎকর কোন উল্কাখণ্ড উত্তেজিত করে 
শিরা থেকে উপশিরা, উপোষীরা এমনই তো করে। 

একটুকু ছোঁয়া পাই, একটুকু কথা কথা শোনার আশ, 
ক্রয়মূল্য বাড়ানোর নির্লজ্জ অন্তিম অভিলাষ, 
পুঁজিবাদে মাথামত, এর চেয়ে ভাল কী বা হবে, 
মৃতপ্রায় পৃথিবীর সামাজিক মিলন উৎসবে। 

  

No comments:

Post a Comment