অন্তরে মেতেছি ভারি নিতান্ত বাধ্য হয়ে মিতে
তোমার হৃদয়টুকু যদি আজ বিনাবাক্যে দিতে। 
সেই তো আচ্ছন্ন হয়ে থাকা কিছুক্ষণ অপেক্ষায়, 
এক্ষেত্রে কেবল তার সাথে কিছু অশ্রু মিশে যায়।
অচেনাই থেকে যাব একান্ত অনিচ্ছাসত্ত্বে জানি, 
ভাবনা যে থেমে গেছে, অভাবেতে হয়ে অভিমানী, 
চাবিকাঠি হয়তো কিছু রয়ে গেছে, কিছু উপহার, 
আমি জানি, মুখ ফুটে চাইতে তবু বৈমুখ্য আমার। 
মনোভব যদি কিছু বাক্যবন্ধে বলে দিতে পারি, 
শব্দের কারিকুরি, যাতে আমি নিতান্ত আনাড়ি, 
তা দিয়ে কিই বা হবে, হয়তো কিছু হিসাব বর্ধন, 
তারপর ধুলোবালি মিশে গিয়ে সেই তো জীবন। 
বরং বিমুখ হই, অসতর্ক হই প্রতিপদে, 
বরং গরল হই মধুমাখা মন কোকনদে, 
তুমিও উপেক্ষা করো, স্বাভাবিক যেরকম হয়,
এ কাহিনী আসলে তো রূপকথা থেকে নেওয়া নয়।    
No comments:
Post a Comment