Sunday, August 6, 2017

স্বপ্নকবিতা


শব্দগুলো এদিক ওদিক কায়দা করে ছোড়া;
সাবধানতায় চূর্ণ করে, ফের লাগানো জোড়া।
স্বপ্ন নিয়ে থাকুক তারা, যেমন কুঁড়ি ফুটবে
ভবিষ্যতে কখনো নয় কবিতা হয়ে উঠবে।

আবার কিছু সময় এলো পালটে দিলাম অল্প,
আসতে আসতে উঠবে গড়ে ছোট্ট আমার গল্প।
কষ্টসাধ্য মানছি আমি, যৎসামান্য রেস্ত,
কাহিনী থাক নাই বা তাতে, আবেগটা যথেষ্ট।

শুকিয়ে যায় মাঝেমাঝেই, সামান্য জল ছোঁড়া,
আশাটুকু জিইয়ে রাখা, স্বপ্ন মাঝে ঘোরা ।
আকাশকুসুম হোক সে যতই, তারও তো শখ জাগে,
একটুখানি মেলবে ডানা ঘুমিয়ে পড়ার আগে।


No comments:

Post a Comment