Tuesday, February 27, 2018

কলম

তোমার কলম চলে সামাজিক দায়ের প্রকোষ্ঠে
আমারও কিছুটা হয়তো, আমাদের যুগে যেমনি হয়, 
গড়েছে যেমন করে চিন্তারীতি ভাবধারা মেপে, 
শিক্ষাব্যবস্থার আজ হয়তো কদাচিৎ পরাজয়।

অবারিত ভাবনার শ্রেণীভুক্তকরণ প্রক্রিয়া, 
শুরু হয়েছে হয়তো বা সাহিত্যের সূচনার আগে। 
সংগ্রাম দীর্ঘস্থায়ী নাহলে কি জয়যুক্ত হয়; 
অতন্দ্র প্রহরীর শ্যেনদৃষ্টি প্রত্যেক বিভাগে। 

কত গবেষণা করা, কত প্রুফ-রিডিংয়ের আসর, 
কত ক্ষুরধার যুক্তি, আভিধানিক ইঙ্গিত, দ্যোতনা।  
এই যে আমরা লিখি বিস্তর আত্মতৃপ্তি-যোগে 
না লিখলে সাহিত্যের ক্ষতিবৃদ্ধি কিছুই হত না। 

No comments:

Post a Comment