Friday, February 9, 2018

অপেক্ষায়

শৈশব থেকে কৈশোর হয়ে যৌবন, কত বদলেছে দিনগুলি,
তপ্ত পিচ আর কংক্রিট বুঝি অধিকার করে বাকি কিছু রাঙাধূলি। 
আকাশ দেখিনা, নেই সেসবের তরে সঞ্চিত এতটুকু অবকাশ,  
জলাশয়গুলো আমার জীবনে আজীবন আনে নিরম্বু উপবাস।   

চাতক ডাকে না বুকফাটা ডাক, পরিশ্রান্ত শুষ্ক কণ্ঠ তার, 
পিয়ালের শাখে থাকে না চড়াই, ঈগল নিয়েছে সব স্বত্বাধিকার। 
বদলেছে আরো কত কিছু বুঝি, অত হিসাবের আগ্রহ নেই মনে, 
বাঁধাগত ছেড়ে বহুদিন আমি পাড়ি জমিয়েছি অন্য অন্বেষণে। 

তবু ফিরে আসে কাশফুলগুলো, তবু ফের ভাসে শিউলিরাজির ঘ্রাণ, 
হৃদিমন্দিরের ঈশানকোণেতে ঢাকের বোলের আগমনী আখ্যান।  
সেই একইভাবে দিন বয়ে চলে, জীবনের মানে অল্পই পাল্টায়।  
বঙ্গজীবন দুইভাবে কাটে, পুজোয়, অথবা পুজোর অপেক্ষায়। 

No comments:

Post a Comment