Wednesday, March 11, 2015

পাশের জল

আমার কাছে দু হাত দুরেই আমার পাশের জল
অল্প পাপের পরে তাতেই চুবিয়ে ফেলি হাত 
পাপ ভেসে যায় অন্য পারে সেই ভেবে উচ্ছল,  
অন্ধকারটা মন থেকে আজ নাই হল উৎখাত।  

গাত্রদাহ জুড়িয়ে নিতে ডুব দিয়েছি জলে 
আপাততেই বেদম খুশি, ভবিষ্যতকে গুলি 
মারছি আজও, একেই অবিমৃষ্যকারী বলে, 
জেনে বুঝেই তবুও তো সেই মায়ার জালে ভুলি।

জলকে চলে ফের ছুঁয়ে যাই অবাঞ্ছিত বালি
অভিপ্রেত পথ না পেলে কি আর চলে করা
আবার নাহয় ঈপ্সিতকে খুঁজতে যাব কালই
আপাতত এখন চলুক স্বপ্নপ্রাসাদ গড়া ।



No comments:

Post a Comment