Tuesday, March 17, 2015

মনোরথ

এক সে আমার মিষ্টভাষী যৌবনে 
বইয়েছিল বাতাস কিছু মূর্ছনা । 
সন্ধ্যা হত প্রাত্যহিকী বর্ষণে,  
জলদ ছিল যদিও কিছু আনমনা ।। 

পাল তুলে পার নৌকা কিছু দূরপথে,  
পালকী আবার তেপান্তরে সঙ্গিহীন । 
প্রেম তবুও সারথি সেই মন-রথের,  
আরশিনগর পড়শী খোঁজে রাত্রিদিন ।। 

No comments:

Post a Comment