Wednesday, April 22, 2015

হারালাম

দু সপ্তাহ, অল্প কদিন, হিসেব কষে কর গুনি চোদ্দটা
তার মধ্যেই কেমন জানি হয়ে গিয়েছি নিতান্ত কাটখোট্টা
খুঁজছি হাঁড়ি সুকুমারের, করতে বুঝি নিজেকে  আধসিদ্ধ
যতই যা হোক রয়েছি তবু আগের মতই আজও অপাপবিদ্ধ।

অতন্দ্র এ বাস্তবতা, উপেক্ষা আর করার বুঝি দিন শেষ
চোখ যদিও খোলাই ছিল, এখন হল চিন্তাধারার উন্মেষ
তবুও কেন লুকোচুরি খেলছে আমার অনুভূতি, সূক্ষ্ম
অজান্তে আজ হলাম বুঝি, আবেগঘন থেকে হঠাৎ রুক্ষ।

কি খোয়ালাম! খোলামকুচি পেলাম কেবল অসঙ্গ লভ্যাংশ
যুক্তি দিয়ে আবেগ মাপি, তবুও তো ফল রইল অমিমাংস
খেলার মাঠে কাঙ্ক্ষিত আজ রইল কোন সুস্থিত ভারসাম্য
ফিরতে যদি অতীতে হয়, তবুও সে আজ অঙ্কে বেশী কাম্য।






No comments:

Post a Comment