Tuesday, April 7, 2015

বর্ষার খোঁজ

এমনটাই চেয়েছিলাম অনেকদিন ধরে,
বৃষ্টি হবে টাপুরটুপুর আটপৌরে ছাঁটে,
দুপুরবেলা হারিয়ে যাক শিশিরস্নাত ভোরে,
স্মৃতির ছবি আটকে থাকা বিষণ্ণ মলাটে।

নেড়েচেড়ে দেখব ফের, নতুন সময়ের
নতুন কোন বর্ষা এলে, নতুন কোন মেঘ,
নতুন, সেটা বুঝতেই স্মৃতির এলবামের
খোঁজ লাগাব, জাগাতে সে ঘুমন্ত আবেগ।

অঝোরধারার অপেক্ষায় প্রতীক্ষার দিন
ধৈর্য নিয়ে টানাটানি, সময়, ঝরে যায়
শুষ্ক আর নগ্ন সাজ, যদিও সমীচিন,
উপেক্ষাই কৌশল স্থৈর্য পরীক্ষায়।


No comments:

Post a Comment