দু লাইন লিখি আর দু লাইন ভাবি 
নানান চিন্তা এদিক সেদিক হাত বাড়িয়ে যায় 
কেউ দেয় আমন্ত্রণ কেউ  করে দাবী 
সব কটাকে লাথ ঝেড়ে সেই বসেছি মাচায় 
কোন ফাঁদ বিপদের কোন ফাঁদ ঝুঁকি 
তালগোলেতে কেউ বুঝি আজ বসল চড়ে শিরে 
অমলিন হৃদিকোষে কাটে আঁকিবুঁকি 
চাপ নিইনা ধুয়ে আবার শুকবো রোদ্দুরে 
মসৃণ ব্ল্যাকবোর্ড দু একটা ক্ষত 
এতই সহজ হাল ফেরাবে রঙিন চকের দাগে?  
আলকাতরার আছে প্রলেপ অক্ষত 
প্রতিষেধক নেওয়াই আছে অনেক আগে ভাগে । 
ইতিউতি চেয়ে থাকি সন্দেহ বাতিক 
অবুঝ হাওয়া হঠাৎ যেন অন্য পথে বায় 
আবহাওয়া প্রতিকূল? সান্নিপাতিক? 
কাগজওয়ালাও দু একদিন যে বারান্দা ফস্কায়। 
No comments:
Post a Comment