Wednesday, August 12, 2015

আটপৌরে

আটপৌরে ভাবনা কেবল,
এক ফোঁটাও সে অতীন্দ্রিয়ের কল্পনা নেই
তবুও বুঝি খোলামকুচির 
নোটের তরে কাগজ কালি গচ্চা যাবেই।

আটপৌরের দল ভারী সেই
তবুও যেন তাদের কথা ভীষণ রেয়ার
তাই তো লিখি তাদের কথা
নইলে সে সব গল্পগুলো কে বলে আর।

ছন্দবয়ান মকশো করে,
অসংলগ্ন কথার তোরে বৃথাই ভ্রমণ
মগজ যতই আশকারা দিক
সংগোপনে উলটো পথে যাচ্ছিল মন।

নিজেই বুঝি দুভাগ হলাম
অবশ্য তা মন্দ কি আর, ডবল রোলে
কত লোকেই সারা জীবন
কাটিয়ে দিল, এটারই আজ বাজার বলে।

No comments:

Post a Comment