Saturday, August 22, 2015

যুক্তির বয়ান

যুক্তি দিয়ে তর্কাতর্কি তাতেই ছিলাম ব্যস্ত 
সময় গেল অতর্কিতে অজানা কোন প্রান্তে
যুক্তিরাজির সমস্ত দায় আমার পরেই ন্যস্ত
সঙ্গী করে তাকেই কেবল হারিয়েছি বনান্তে।

নিঃস্ব এখন রয়েছে সাথে কেবল কিছু যুক্তি
খুঁজতে যে চাই অন্য কিছু, করেছি যার সৎকার
এখন বুঝি সে হতাশাই করতে চাই দ্বিরুক্তি
নিজের কাছে নিতেই হবে নিজের হাতের দায়ভার।

ভালবাসার কাঙালি আজ, অবশেষেই অস্থির
কী বা আশা তবুও করা শুকনো স্বীকারোক্তি
আসলে এ শুধুই বিলাপ, করছি না ফের তদ্বির
শেষের কথা বলে খালাশ ছিল এতোই শক্তি। 



No comments:

Post a Comment