Monday, August 24, 2015

অদৃষ্ট


ভ্রূক্ষেপ নেই কিছুতেই। 
তবু যন্ত্রণা শুধু এই, 
অবসরহীন জীবনযাপনে যদি ওঠে ঝড় দুর্বার, 
সহসা আঘাতে বিশ্বের সাথে
কালরাত্রীর কঠিন কড়াতে হয় বিশ্বাস চুরমার।

আলোড়ন মাঝে স্থিতধী
আমি তো কখনো সে নহি
দ্বন্দ্বের ফের পরিবর্তনে গিয়েছি জীবনে পিষ্টে 
এখন আমার সময় থামার
আলো করি ফের পশুর খামার, লেখা যা ছিল অদৃষ্টে।

হয়তো আমার বিনির্মাণেই
অস্থির কাল রয়ে গেছে সেই
অসাবধানতা অবলম্বনে আচম্বিতেই স্তব্ধ, 
তবুও সহজে মেনে নেওয়া সাজে
এই বিশ্বাসটুকু সাথে নিয়ে আজে, আসলে সবই প্রারব্ধ।



No comments:

Post a Comment