Monday, September 9, 2019

হেরো পার্টি

শেষ হয়েছে মোমজন্ম, মিমজন্ম এগিয়ে এলো দোরে
আমরা যারা বাস্তুহারা, এখনো যেন আটকে আছি ঘোরে। 
স্বপ্ন দেখি সবুজ আছি, সমাজ আজও আমার হাতের মুঠোয়; 
স্তোকবাক্য শেষ করে সব একে একে অন্যদিকে গুটোয়। 

আমরা তবু ছাড়ব না হাল, দেখিয়ে দেব গরম কেমন রক্ত। 
রাত্রিদিবা চাকা ঘোরার লড়াই করে সবাইকে উত্যক্ত
করছি, তবু থোড়াই কেয়ার; আমরা জানি আমরা সঠিক পথে,
যেমন করে লাল পতাকা সাত শতাংশ জোটায় কোনমতে।

আরো কত মিল আমাদের, নতুন যুগের ফস্কাগেড়োয় বন্দি।
তবু বাস্তবতার কোন স্তোকবাক্যে ঘটবে না আজ সন্ধী। 
মনের দুঃখে প্রলাপ করি, "সমাজ তোমার এ কী অবক্ষয়", 
আয়না বলে হেরো পার্টির চিরকালই ওরম মনে হয়! 

No comments:

Post a Comment