Saturday, September 14, 2019

যা! উড়তে দিলাম তোকে

অপ্রেমেতে আমার তাগিদ যেমন ছিল কিটস-শেলির প্রেমে,
ভাবনার অমিল বলব না থাক, তোমার চোখে চাই না যেতে নেমে।  
কিন্তু তুমি বুঝবে যদি আমার ভাবনা স্পর্শ করতে পারো, 
যে এলাকায় অদ্যবধি নির্মিত নয় উপনিবেশ কারো।

আগে তবু অল্প হলেও ফুটত কিছু বহিরাগত ভাষা 
ভাবনাগুলো বিহ্বলতায় ফুলত, যেমন আশায় বাঁচে চাষা। 
এখন তারা স্বর্গলোকে, এ কথাটাই ভাবতে জাগে প্রীত,  
অন্যপুরে আমার জায়গা পাকা সে তো সন্দেহের অতীত। 

নামব, নাকি উঠব- সেটা অঙ্কে কষে বলা সহজ নয়, 
অন্তরকলন করার থেকেও লাগে এতে অদম্য প্রত্যয়;  
তাই ছেড়েছি তুলোট ভাবনা কালবোশেখির ভরকেন্দ্র ধরে, 
যেদিকে যাক, থাকব সাথে, মুক্ত কিছু এভাবেই তো ওড়ে। 

No comments:

Post a Comment