Thursday, September 19, 2019

মাৎস্যন্যায়

আগুন জ্বলে চারিদিকে, আমার তখন শরীর জুড়ে ক্লান্তি 
হয়তো আমি নিরোর মতই নিষ্ঠুর, না আদপে বিভ্রান্তি 
আমার ভিতর, সন্ধ্যা থেকে বেজেই চলে রাগ-রাগিনীর শব্দ
যখন আমার বাংলা জুড়ে অন্ধকার, আর সুচিন্তা নিস্তব্ধ। 

অসময়ে অকিঞ্চিৎ এক প্রজ্ঞা কি আজ করল আমায় গ্রাস, 
দুঃসময়েও দিব্য চলে আগের মতই সুশান্ত নিশ্বাস 
অনীহা, না প্রতারিত হবার কোন আশঙ্কার প্রকোপে 
চিন্তা করি, বিবশতা অকস্মাত সে পুড়ল আমায় খোপে। 

হয়তো আবার রক্ত নিয়ে চলবে কিছুদিনের হোলিখেলা; 
শ্মশান সাজবে নিত্যদিনই, মাধুর্যহীন হবে সকালবেলা; 
নিরর্থক সে ধ্বংসলীলায় উৎপাদিত শুধুই অবসাদ, 
এই ঊষাতেই শহর জাগায় আগামী এক বিভৎস সংবাদ। 


No comments:

Post a Comment