Wednesday, September 18, 2019

হুতাত্মা

কেটে গেল অনেক দিনই, কড় গুণে আর বলার উপায় নাই,
ভুলে গেছি কাজের ফাঁকে, জীবনযুদ্ধে হবার কথা তাই।
তাছাড়া সে বহুদূরে, ম্যাপের সামনে হাতড়ে মরার হাল,
কী আর হবে, সেসব লড়াই আমাদের কাছে তো জঞ্জাল।

আমরা শুধু মির্জা গালিব, আমির খুসরো, ইকবালকে জানি,
শায়রিতে আজ নজম মিলে জাগায় বুকে রেখতার হাতছানি,
ঠিক যেখানে রাজেশ তাপস ধারণ করে অন্য কোন লক্ষ্য,
তাই তো তারা বাঙলা ভাষার শত্রুসেনার আসল প্রতিপক্ষ।

ফার্সি যাদের দরবারে, আর আরবী যাদের হৃদয়জুড়ে থাকে,
ছোট্ট পায়ে উর্দু যারা ঢোকাতে চায় আমার বুলির ফাঁকে,
তাদের পথে আটকেছিল প্রতিরোধে রঞ্জিত দুই প্রাণ,
শক্তি তারাই জোগায় আজো, দাড়িভিটের সুযোগ্য সন্তান।

No comments:

Post a Comment