স্বর্গপুরে সমতল, সেথা হতে ফের কাছাকাছি, 
ভুলে যাইনি তোমাদের, এটুকু নিশ্চিত মনে রেখো 
হয়তো বাকি দিনগুলো স্পষ্ট করে হয়নি সেই কথা 
তবে এ বোঝার কথা, তোমাদের জন্য আজো বাঁচি। 
জীবনে তো কত কিছু করা হয়নি মনঃপুত করে,
ক্ষমা চাই না, হয়তো হবে আরো কত অসংখ্য বিচ্যুতি;
পলকের সাথে কত জীবন বদলিয়ে যায় আজ,
কত পূর্ণ সংসারে সন্ধ্যা নামে সহসা দ্বিপ্রহরে। 
আমার জীবনটাও এ যুগের কালচক্রে বাঁধা, 
জানো তুমি, চেষ্টা করি প্রতিপদে প্রতিস্পর্ধার
অসম লড়াই, যার আবেগ যতই হোক বেশি 
অন্তঃসারশূন্য সে তো, নেই কোন নিশ্চিত সমাধা। 
আজ আমি জল দেব, দিয়ে যাব যতদিন হয়। 
যতজন তৃষ্ণার্ত হয়ে চেয়েছে আমার অভিমুখে,
যেখানেই থাকি, ঠিক, তোমরা তো আমার উপরে, 
সোজা সিঁড়ি, যার মুখে অতন্দ্র প্রহরী সময়।