Monday, July 6, 2020

হিসেবনিকেশ

জীবনের বহু হিসেবনিকেশ করি আমি প্রতিদিন।  
বাস্তববোধ হয়তো আমার পথে সহায়ক নয়।   
যা ছিল আমার একান্ত কিছু, এখনো তো অমলিন, 
সেই দিয়ে তার বিচার করব, সময়ের অপচয়! 

 আতস কাঁচের সাহায্যে দেখা দুনিয়াদারীর খেল, 
সব কিছু বুঝি বৃহদাকারেতে করে আজ ভয় ভীত। 
তবু আমি সেই সৃষ্টিছাড়ার দলে, নই উদ্বেল,
উদাসীন তার ভবিতব্য যে করে চলে বিস্মিত। 

প্রারব্ধ বলে পাশ কেটে যাব, সে সুযোগ ক্রমে ক্ষীণ, 
সমাজের সাথে যোগাযোগ কমে করেছে আজ একঘরে, 
পান্থজনের চিন্তাচেতনা-- সেও তো অন্তরীণ, 
জীবন কাটবে তাই বিপরীত পথেতে যাত্রা করে। 

অহেতুক সবই আমার জীবনে অযাচিত, অনাহূত,   
বিশ্লেষণের প্রচেষ্টা তাই প্রতিপদে পায় বাধা; 
কে তুমি বুঝবে এই পরিবেশে আমার মনঃপূত, 
কে তুমি ফেরাবে জীবনে আমার আত্মের মর্যাদা। 

No comments:

Post a Comment