Monday, July 20, 2020

আকাশ দেখা

আজ প্রভাতের আকাশে তোর আরেকটা ছবি তুলতে হত,
রূপালী রং বেলুনগুলো উড়ে যেত অদম্য প্রত্যয়ে,  
মাথার উপর আচ্ছাদনে মুগ্ধ হত বৃষ্টি। আগের মত
কত কিছুই দৈনন্দিন নতুন করে দেখতে জানতে হয়। 

হয়তো আকাশ তোর জন্যই সেজেছিল ভারাক্রান্ত দিনে, 
হয়তো সূর্য আঁচ করেছে সহযোগে কেমন করে ফুটবে, 
মেঘের পালা প্রসাধনের কাজটা একটু এগিয়ে মার্জিনে, 
কেশমালার ভাঁজগুলো আজ যেমন করে কবিতা হয়ে উঠবে।  

কালকে আবার দেখব, এখন এভাবেই তো সময় কাটার দিন, 
জীবনপথে এমন কত কথা এবং দেখার সময় আছে, 
অন্য যা সব অভিযোজ্য বস্তু সে সব হোক না অন্তরীণ, 
ভালবাসা সেসব ছাড়াও এমনি করে অনায়াসেই বাঁচে।  

No comments:

Post a Comment