Wednesday, July 29, 2020

ফিরে দেখা

একদিন, বহুদিন কেটে গেলে ফিরে আসে ফের,
একই তবু বৈপরীত্য সাথে আনে মধুর অতীতের, 
কিছু স্মৃতি, অমলিন, ডেকে চলে বারে বারে মোরে; 
সরণীর সরু গলি বেয়ে চলা চিরায়ত ভোরে।  

একই, তবু এক নয়, প্রতিবার থাকে কিছু স্বাদ 
অচেনা, যা গড়ে চলে অনায়াসে স্বপ্নের প্রাসাদ। 
প্রতিবার বাস্তব মনে হয়, তুচ্ছ অভিজ্ঞতা! 
এই বুঝি যৌবনে নিয়ে আসে কৈশোর বারতা। 

এভাবেই শৈশব টিকে থাকে আমার অন্তরে,  
পিতা হওয়া হয়তো তাই আশঙ্কার নয় চিরতরে, 
পারদর্শী হয়েছি সে নিজেরই কল্পিত পরিসরে, 
আমার আমিত্ব যেথা একমনে খেলাধুলা করে।

একদিন শিশু হওয়া, শৈশবের থেকে হয়তো দূরে 
জীবনের শ্রেষ্ঠ কাল ফিরে দেখা আনন্দের সুরে। 
কিছু কিছু এভাবেই কালের প্রভাব এড়িয়ে আছে, 
হয়তো বা পৃথিবী সে প্রিয়পাত্র ঈশ্বরের কাছে।

No comments:

Post a Comment