Wednesday, July 29, 2020

কলকাতার কবিতা

দারুণ দুর্দিন চলছে বহুদিন বাংলা কবিতার 
কানাগলি, ছেঁড়াতার- ঠিক যেন কলকাতা শহর
চাপা দুর্গন্ধগুলো মুক্তি পেল ডানা মেলবার
আছে আর কী বা পড়ে, চারদিকে শব্দের কবর। 

কিছুই দেবার নেই তোমার ওই প্রাচীন শ্মশানে 
গোঙানির মত তার কণ্ঠস্বর মৃদু থেকে ক্ষীণ 
ত্যাগ করে এসেছি সে কত যুগ কাছারি ফরমানে
এবার সুশীঘ্র হোক অবয়ব পঞ্চভুতে লীন। 

অতীতকে অতিক্রম কঠিন তা বুঝি বারে বারে, 
তাই একাকীত্বের সঙ্গী আজ, স্বেচ্ছায় তো নয়
এগোব তবুও পথে, তোমার সমাজের অগোচরে 
তোমাদের অভ্যাস আমার অনর্থক অপচয়। 

No comments:

Post a Comment