Tuesday, July 14, 2020

গতিধারা

তারার খোঁজে নতুন আমি, 
এসব কথাই আশ্বাস দেয় স্বপ্ন দেখার; 
এসব কথাই অন্ধকারে 
জোনাকি হয়ে চুপিসারে 
হদিস আনে অদেখা এক অগ্নিশিখার। 
আছে এমন চতুর্দিকে, 
এরাই আমার নকশা আনে গল্প লেখার।

এরাই একটু দমকে চলে,
মাঝে মাঝে ঝিমিয়ে পড়ে সাঁঝের বেলা,  
আমরা হয়তো দুলকি চালে, 
খেয়াল খুশির দিন ফুরালে 
নজর করি আঁধার আলোর মিলনমেলা। 
এমনি করে অলক্ষ্যেতে 
রচিত হয় নতুন করে মায়ার খেলা। 

কথা রাখার সময় শুরু, 
প্রতিস্পর্ধার এভাবেই তো গ্রাসাচ্ছাদন।
এভাবেই তো ভুলিয়ে দিয়ে,  
কল্পকথার মেঘ উড়িয়ে 
স্বপ্নপুরীর দ্বিতল বাড়ির ভিত্তি স্থাপন, 
অল্পদিনে যেসব কিছু
পালটে গিয়ে হবে কেবল জীবনযাপন। 

No comments:

Post a Comment